সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সখীপুরে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ  

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ  

টাঙ্গাইলের সখীপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সমপ্রসারণ প্রকল্পের আওতায়  পাটবীজ উৎপাদনকারী চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সাঈদ আজাদ। সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী।

এ সময় বক্তব্য দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমত আরা খাতুন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহেদুজ্জামান খান ফরিদ, পরিদর্শক রমেশ চন্দ্র সূত্রধর, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোলায়মান কবির  প্রমুখ। এ সময় উপজেলার ৭৫ জন পাটচাষি প্রশিক্ষণে অংশ নেন।

টিএইচ